সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

স্বরূপকাঠিতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ক্বারী সমতির উদ্যোগে মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার রাতে আয়োজন করা হয়েছিল তৃতীয় আন্তর্জাতিক কেরাত সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

সম্মেলনে মিশরের শায়খ ড. ক্বারী আব্দুল নাসির হারাক, শায়খ ক্বারী ঈদে শাবান (তানজানিয়া), শায়খ ক্বারী রেজাই আইয়ুব (তানজানিয়া), শায়খ ক্বারী মাহমুদ আস-সৈয়দ আবদুল্লাহ আস সৈয়দ (মিশর), শায়খ ক্বারী শেখ মুহাম্মদ আহম্মদ মুহাম্মদ আব্দুল হাফিজ (মিশর), শায়খ ক্বারী জুলকারনাইন ফাদলী (ইন্দোনেশিয়া) বাংলাদেশের শায়খ আলহাজ্ব মাওলানা ক্বারী মো. হাবীবুর রহমান, শায়খ ক্বারী মো. নাজমুল হাসান, শায়খ ক্বারী একেএম ফিরোজ ও শায়খ ক্বারী জহিরুল ইসলাম ক্বেরাত পরিবেশন করেন।

মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি মো. মাসুদুর রহমান, বাংলাদেশ ক্বারী সমিতির সভাপতি ক্বারী হাবিবুর রহমান।

এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ইসলামি ফাউন্ডেশনের পিরোজপুরের উপ-পরিচালক একেএম সাদ উদ্দীন, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পৌর মেয়র গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম//


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ