মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কুষ্টিয়ার খোকসা থানার ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

গতকাল রোববার রাতে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপচেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলটির দ্বিধা বিভক্ত নেতাদের সমর্থক ও কর্মীরা গত এক সপ্তাহে বেশ কয়েকটি হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। এসব ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যার পর কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয় থেকে ফ্যাক্স বার্তায় খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে ক্লোজড করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমান বলেন, খোকসা থানাও ওসি এবিএম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ