আওয়ার ইসলাম: আজ থেকে ১৪৪১ বছর পূর্বে ইসলাম সূচনা করেছিলো বায়াত বা অনুগত্যের শপথের।আকাবার প্রথম শপথ বলতে বুঝায় ৬২১ খ্রিষ্টাব্দে মদিনা থেকে আসা একদল সাহাবার ইসলামের উপর অটল এবং ইসলাম প্রচারের কাজে সাহায্য করার শপথ নেওয়া।
৬২১ খ্রিষ্টাব্দে (নবুয়তের দ্বাদশ বছরে) মুহাম্মদ সা. হজের সময়ে মদিনা থেকে আগত একদল লোকের সাথে সাক্ষাত করলেন।
এই দলের ১২ জন সদস্যের মধ্যে ১০ জনই ছিলো মদিনার উল্লেখযোগ্য গোত্র বনু খাযরাজ ও বনু আউস গোত্রের লোক। তারা মিনার কাছে আকাবা উপত্যকায় উপস্থিত হয়ে রাসুলের নিকট ইসলামের শপথ বাক্য পাঠ করেন।
এক বছর পর একই জায়গায় আকাবার দ্বিতীয় শপথ অনুষ্ঠিত হয় ৬২২ খ্রিষ্টাব্দের জুন মাসে। মদিনা থেকে ৭০ জন মুসলমান একটি দল হজ্জ পালনের জন্যে মক্কায় আগমণ করলে তারা মুহাম্মদের নিকট শপথ করেন তারা ইসলামের প্রচার ও প্রসারে সাহায্য ও মুহাম্মদ সা. কে নিরাপত্তা প্রদান করবে।
আর একটি বায়আত অনুষ্ঠিত হয়, যার নাম রাখা হয়েছিল আল-বায়তুল আকাবা। এই আনুগত্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহে গিয়েছিল, যেখানে দু'জন মহিলা এবং ৭৫ জন পুরুষ মহানবীর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিলেন।
এরপর আনুগত্যের অঙ্গীকার আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর ইসলামী ইতিহাসে এই স্মৃতিস্তম্ভটির নবায়ন করেছিলেন।
এর বহু বছর পর তৃতীয় সৌদি রাষ্ট্রের আনুগত্য প্রকাশ করা হয়। তৃতীয় সৌদি রাষ্ট্রের মূল ভূমি হিজাজে সৌদির প্রথম রাজা আবদুল আজিজ প্রায় ১২৩ বছর পর আবারো সে বায়াতের নবায়ন করেন।
এ অঙ্গিকার ৫ শাওয়াল ১৩১৮ হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল তৃতীয় সৌদি রাষ্ট্রের প্রথম বায়াত। এর পরে শাহ আবদুল আজিজের ছয় পুত্র এ অঙ্গিকার অনুযায়ী সৌদি শাসন করে আসছিলেন।
সৌদি আরবের এ বায়াতের সর্বশেষ বাদশাহ হলেন বর্তমান সৌদি বাদশাহ শাহ সালমান বিন আবদুল আজিজ।
শাহ সালমানের নেতৃত্বে দেশটি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক উন্নয়নের নতুন পর্বে প্রবেশ করছে। উন্নয়নের এ যাত্রার পাশাপাশি সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ যা ইসলাম ও মুসলিমদের পবিত্রতম স্থান ও ঐতিহ্যকে ধারণ করে আছে।
আল-আরাবিয়া আবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি