মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


বাদশাহ সালমানের সিংহাসনে আরোহণের পঞ্চম বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের শাসক বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সিংহাসনে আরোহণের পঞ্চম বার্ষিকী উদযাপন করেছে।

আজ শনিবার এ বার্ষিকী উদযাপন করেছে সৌদি বাদশাহ বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। জানা যায়, বাদশাহ সালমান ২৩ জানুয়ারি ২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে আরোহণ করেন।

সিংহাসনে আরোহণের পর থেকে কিংডম অসাধারণ ও অভূতপূর্ব রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নের সাফল্য অর্জন করেছে। এ সাফল্য প্রমাণ করেছে, সৌদি নেতৃত্ব ভবিষ্যতের জন্য একটি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে বাদশাহ সালমানের পঞ্চম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে  দেশের জাতীয় উন্নয়নে গুরুত্ব দেয়ার কথা ওঠে এসেছে।

দেশের সাফল্য অর্জনে সৌদি যুবকদের ভূমিকার কথা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি, তিনি তার বক্তব্যে আরো বলেন, সৌদি আরব ইসলামের দেশ, মুসুলিমদের প্রাণ কেন্দ্র। এ জায়গা থেকেই ধর্মের সূচনা হয়েছে। তিনি মুসলিম দেশগুলোর অধিকার আদায়ে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করেন।

আওসাত থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ