মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ইরাকের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস ইরাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অব্যাহত গোলাবারুদ ব্যবহার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, ইরাকের গত দু’দিনের চরম সহিংসতার ঘটনায় বিক্ষোভকারীদের অব্যাহত হত্যা ও আহত করায় আমরা গভীরভাবে ব্যথিত হয়েছি।

তিনি ইরাকি কর্তৃপক্ষকে সংযমের অনুরোধ করেছেন, বিক্ষোভকারীদের জীবন রক্ষা করা, মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সম্মান করার এবং সমস্ত সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গুতেরেস ইরাকি কর্তৃপক্ষকে কূটনৈতিক ও কনস্যুলার সুবিধা এবং কর্মীদের পাশাপাশি সরকারী ও বেসরকারী সম্পত্তি রক্ষার কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করেছেন।

ন্যাশনাল ইরাকি নিউজ এজেন্সি পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিক্ষোভ চলাকালে নিহত বেশিরভাগ মানুষ নিরস্ত্র ছিল।

সর্বশেষ মৃত্যুর খবর অনুযায়ী, অক্টোবর থেকে এ পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে ৪০৮ জনের মত মৃত্যু হয়েযছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ