মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহরের তালিকায় নাম লেখাতে যাচ্ছে মদিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহরগুলোর মধ্যে নাম লেখাতে যাচ্ছে রাসুল সা. এর শহর সৌদি আরবের মদিনা শহর।

পবিত্র এ শহরটি স্বাস্থকর শহরের মূল্যায়নে শীর্ষে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লুএইচও এর এক তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পথে রয়েছে শহরটি।

সৌদি আরবের আরব নিউজ জানায়, সুপ্রিম সুপারভাইজারি কমিটি অফ হেলদি সিটিস প্রোগ্রাম আগামী ১০ ডিসেম্বর ডাব্লুএইচও এর উদ্যোগে আয়োজন হতে যাচ্ছে।

সে কমিটি বিশ্বের স্বাস্থকর শহরের তালিকা প্রকাশ করবে। তাতে শীর্ষে রয়েছে রাসুল সা. এর শহর মদিন।

ডাব্লুএইচও-এর মতে,  স্বাস্থ্যকর শহর হল যে শহরের শারীরিক ও সামাজিক পরিবেশ তৈরিতে এগিয়ে আছে। উন্নত জীবন যাপনেই নাম বরং সুন্দর পরিবেশ, কোলাহল মুক্ত পরিবেশের দিক থেকে এগিয়ে থাকলেই তাকে স্বাস্থকর শহরের সনদ প্রদান করা হয়।

ডা. আবদুল আজিজ আল-সরণি তাইবাহ বিশ্ববিদ্যালয়ের রিটার ও কমিটির চেয়ারম্যান, তিনি বলেন, মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান এবং ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ এর সহায়তায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর এ মদিনা স্বাস্থকর শহরের তালিকায় নাম লেখাচ্ছে।

আল-আরব নিউজ থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ