মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ইরাকের নতুন বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে নতুন করে সৃষ্ট বিক্ষোভে ১৩ জন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও ৭০ জন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াতে এই বিক্ষোভে পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার নতুন করে দুর্নীতি বিরোধী বিক্ষোভে নামে দেশটির মানুষ। এতে নাগরিক সেবার উন্নতি, বেকারত্ব নিরসনের দাবিও গুরুত্ব পায়।

বিক্ষোভে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত ১৩ জন নিহতের ঘটনা ঘটে, আহত হয় অন্তত আরও ৭০ জন। এমন পরিস্থিতিতে শহরটিতে সেনা মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে ১ অক্টোবর হাজার হাজার ইরাকি রাজধানী বাগদাদসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। প্রথম দফায় চলা বিক্ষোভে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ