আওয়ার ইসলাম: নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি বন্ধ, নাব্য সংকট দূর করাসহ ১৫ দফা দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে নৌপরিবহন শ্রমিকরা।
‘শ্রমিক অধিকার সংরক্ষক’ নামে একটি সংগঠনের আহ্বানে বুধবার সকাল থেকে কর্মবিরতি চলছে। ফলে ঢাকাসহ সারাদেশের যাত্রীবাহী নৌচলাচল বন্ধ রয়েছে।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন।
সরেজমিনে সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সকালে লঞ্চ টার্মিনালে এসে বিপাকে পড়েছেন চাদঁপুর ও শরিয়াতপুরের যাত্রীরা। যাত্রীরা অভিযোগ করেন, শ্রমিক সংগঠন কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া লঞ্চ চলাচল বন্ধ রাখায় শত শত যাত্রী টার্মিনালে আটকা পড়েছেন।
অন্যদিকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমান পটল জানান, আমরা এই অবৈধ সংঘঠনে ডাকা ধর্মঘট মানি না। আজ বিকেল পাঁচটা থেকে ঢাকা চাদঁপুর ও বরিশালসহ দেশের ৩৩টি নৌরুট থেকে লঞ্চ চলাচল শুরু করবে।
তিনি দাবি করেন, ওই সংগঠনের কোনো ভিত্তি নাই। ধর্মঘট প্রতিহত করতে নৌ-যান মালিক ও শ্রমিক ফেডারেশন ইতোমধ্যেই আলোচনায় বসেছে।
-এএ