আওয়ার ইসলাম: ভারতের বাবরি মসজিদ মামলার রায়ে দুই দশমিক ৭৭ একর জমি নিয়ে বলা হয়েছে, অযোধ্যার বিতর্কিত জমি দেওয়া হোক হিন্দুদের।
মুসলিমদের মসজিদ তৈরির জন্য বিকল্প জমি দেওয়া হোক। মসজিদের জন্য মুসলিম সুন্নি ওয়াক্ফ বোর্ডকে দেওয়া হবে পাঁচ একর বিকল্প জমি। আর সেই জমি নিয়েই তৈরি হয়েছে ভিন্নমত।
পাঁচ একর বিকল্প জমি নিয়ে শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি এবার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, সুন্নি ওয়াকফ বোর্ড এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি ওই পাঁচ একর জমি নিতে অস্বীকার করে তাহলে তা শিয়া ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হোক। সেই জমি নিয়ে তার ওপর হাসপাতাল নির্মাণ করা হবে রামের নামে।
উল্লেখ্য, অযোধ্যা মামলার রায়ে বলা হয়েছে, বাবরি মসজিদ ধ্বংস অবৈধ কাজ। মসজিদ গঠনের জন্য মুসলিম পক্ষকে ৫ একর জমি দিতে হবে বলে রায়ে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।
এদিন , সেই রায় সম্পর্কে মুখ খুলে শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি জানান , শুন্নি ওয়াকফ বোর্ড আর অন ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চাইছে জমি শিয়া ওয়াকফ বোর্ড নিক।
তবে শিয়া ওয়াকফ বোর্ড যদি৫ একর জমি গ্রহণ করে , তাহলে সেখানে হাসপাতাল নির্মাণ করা হবে। সেই হাসপাতাল রামের নামে গড়া হবে বলে জানিয়েছেন শিয়া ওয়াকফ বোর্ডের চেরাম্যান।
শুধু হাসপাতাল নয়, ওই ৫ একর জায়গায় থাকবে মন্দির, মসজিদ, গুরুদোয়ারা, চার্চও। এমনই তথ্য এদিন জানান শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান রিজভি।
গত নভেম্বর অযোধ্যায় ঐতিহাসিক রায়ের পর ১৭ নভেম্বর ফের একবার রিভিউ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
-এটি