আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলামের (ফ) নেতা মুফতি কেফায়াতুল্লাহর গাড়ির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনিসহ তার দুই ছেলে এবং একজন সঙ্গী মারাত্মক আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বাইদাড়াহ ইন্টারচেঞ্জ এলাকার কাছে অজ্ঞাত পরিচয় পাঁচজন সন্ত্রাসী মুফতি কেফায়াতুল্লাহর গাড়ি আটকে দেয়, এবং লোহার রড দিয়ে তার ওপর হামলা করে তারা। এতে তার একটি হাত ভেঙে গেছে বলে জানা যায়।
এসময় তার দুই ছেলে ও একজন সঙ্গীও মারাত্মক আহত হয়েছেন। আহতদেরকে চিকিৎসা দেয়ার জন্য কিং আব্দুল্লাহ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলার ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তারা অভিযুক্তদের শনাক্ত করতে মাঠে নেমেছে।
ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন
-এএ