আওয়ার ইসলাম: সৌদি আরবের শাসক, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ দেশের বড় বড় আলেমদের সঙ্গে বৈঠকে বসেছেন।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে গত সোমবার রিয়াদে দেশের বড় বড় আলেমদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে এক জরুরি বৈঠক করেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
বৈঠকে উপস্থিত ছিলেন, সৌদি আরবের প্রধান মুফতি শেখ আবদুল আজিজ আল শায়েখসহ বড় বড় আলেম, মক্কার ইমামগণ।
বাদশাহ সালমানকে বৈঠকে শুভেচ্ছা জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেশ কয়েকজন রাজকুমারও উপস্থিত ছিলেন বৈঠকে।
আল আওসাত থেকে আবদুল্লাহ তামিম
-এটি