বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

যেখানে পোড়ানো হয়েছিল, সেখানেই কুরআন শুনতে মানুষের ঢল (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপের দেশ নরওয়েতে ইসলাম গ্রহণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটিতে প্রতিদিন গড়ে ৮ জন ভিন্নধর্মী লোক মুসলমান হচ্ছেন। দৈনিক ভারডেনস গ্যাঙ্গে-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসলাম গ্রহণের সাথেসাথে দেশটিতে ইসলামফোবিয়ার হারও বৃদ্ধি পেয়েছে।  প্রতিদিনই মুসলিম সম্প্রদায়ের মানুষ সন্ত্রাসবাদের শিকার হচ্ছেন দেশটিতে।

সম্প্রতি 'স্টপ দ্যা ইসলামাইজেশন অব নরওয়ে' নামক এক উগ্রপন্থী সংগঠন দফায় দফায় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ ‘আল কুরআন’ অবমাননার চরম ধৃষ্টতা দেখিয়েছে। উপস্থিত মুসলিম যুবক ওমর ইলিয়াস এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং তাতে বাধা দেন। তাকে গ্রেফতার করা হয়। বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে।

তবে মুসলিমরাও বসে নেই; চলছে আন্দোলন প্রতিবাদ। এর আগে রাস্তায় বসে কুরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের অভিনব এক প্রতিবাদ বিশ্বব্যাপী মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

[caption id="" align="alignnone" width="641"]Image may contain: 4 people, people sitting and crowd নরওয়েতে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এভাবেই মুসলিমরা রাস্তায় কুরআন তেলাওয়াত করে প্রতিবাদ জানাচ্ছেন ৷[/caption]

এবার যে পার্কটিতে কুরআন পোড়ানো হয়েছিল সেখানেই এখন বাজছে কুরআনের ধ্বনি। সেখানকার মুসলিমরা পার্কে সাউন্ড বক্সে কুরআনের তিলাওয়াত বাজিয়েছে। আর তা শুনতে স্বতস্ফূর্তভাবে দলে দলে জড়ো হয়েছে দেশটির সাধারণ জনগণ।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কুরআন তিলাওয়াত শেষে একজন মুসলিম তরুণ ব্যাখ্যা করে উপস্থিত জনগণকে কুরআন বোঝাচ্ছেন।

নরওয়ের সাধারণ মানুষরা জানিয়েছেন যে, কুরআন পোড়ানোর ঘটনায় নরওয়েতে ইসলাম আরও বেশি প্রসারিত হবে। মানুষ আরও বেশি আগ্রহী হবে কুরআনের প্রতি।

উল্লেখ্য, ১৯৬০ এর দশকে প্রথম নরওয়েতে মুসলমানদের অবস্থান দৃশ্যমান হতে থাকে। ১৯৭৪ সালে রাজধানী অসলোতে প্রথম মসজিদ স্থাপিত হয়। বর্তমানে নরওয়েতে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। ২০১১ সালের হিসাব অনুযায়ী দেশটিতে মোট জনসংখ্যার ২.৩ শতাংশ মুসলমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ