বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার ইসলামি মহাসম্মেলন মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চন্দনাইশ ওলামায়ে কেরাম সমর্থিত ও পরিচালিত অরাজনৈতিক ধর্মীয় সেবামুলক সংগঠন ‘চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা’র ব্যবস্থাপনায় ৮ম ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী (২৬নভেম্বর) মঙ্গলবার' গাছবাড়ীয়া সরকারী কলেজ ময়দানে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তৃতা করবেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা মুফতী আব্দুল হালিম বোখারী।

এছাড়া জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরির পরিচালক পীরে কামেল মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব, কক্সবাজার জামেয়া ইসলামিয়া টেকনাফের পরিচালক মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ শফিক, জামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা ওবাইদুল্লাহ হামযা ও মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি কুয়াকাটাসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম বয়ান করবেন।

এতে চট্টগ্রাম ১৪ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী সহ স্থানীয় আলিম ওলামা, শিক্ষাবিদ ও সর্বস্তরের তৌহিদীজনতা উপস্থিত থাকবেন।

সি.কিউ.পি.এস মিডিয়া সেলের তত্ত্বাবধানে (http//www.facebook.com// Fsd Ekramul Hoque) ও সংস্থার পেইজ (http//www.facebook.com// চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা" |cqps|) ঠিকানায় ওয়ায়েজীনে কেরামের বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হবে।

সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ার মাওলানা হুমায়ুন কবির চৌধুরী আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ইতিমধ্যে সম্মেলনের প্রায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ