শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ইসলামি সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
প্রতিবেদক

কিশোরগঞ্জের ওলামায়ে কেরামের উদ্যোগে জেলার বিভিন্ন কলজে-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাধারণ শিক্ষিত বিভিন্ন পেশার মানুষদের নিয়ে ব্যতিক্রমী এক ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নবেম্বর (রোববার) সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরির হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জামিয়া আবু বকর ও আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহ ইসমাইল। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দক্ষিণ আফ্রিকার আজাদভিল  ইউনিভার্সিটির শিক্ষক ও প্রখ্যাত দাঈ মাওলানা আমজাদ কাসেমি।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সেমিনার। মাওলানা শাহ মুহাম্মদ ইসমাঈল-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারের মূল পর্ব সন্ধ্যা ৮টায় শুরু হয়ে ধারাবাহিক বক্তৃতার মাধ্যমে শেষ হয় রাত ১০ টায়৷ এতে বক্তারা ইংরেজিতে বক্তব্য প্রদান করেন।

আফ্রিকার মেহমান মাওলানা আমজাদ কাসেমী উপস্থিত জনতার উদ্যেশ্যে দীর্ঘ এক ঘন্টাব্যাপী বক্তব্য প্রদান করেন৷ বক্তব্যে তিনি ইসলামের সৌন্দর্য, ইসলামের মৌলিক বিষয় কালিমা, নামাজ, হজ ও যাকাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া তিনি শ্রোতাদেরকে ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করার প্রতি আহ্বান জানান।

আয়োজকদের মধ্য থেকে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নাজমুস সাকিব জানান, বাংলাদেশের এই মৌসুমে অনেক ওয়াজ মাহফিল হয়ে থাকে, যেখানে সাধারণ মানুষদের যাওয়ার সুযোগ থাকলেও, একটা শ্রেণী ব্যস্ততায় যেতে পারেন না। তাই আমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ডক্টর, প্রফেসর লেকচারার এবং শহরের সাধারণ শিক্ষায় শিক্ষিতদের নিয়ে ইংরেজি ভাষার একটি সেমিনারের আয়োজন করি। যাতে স্বল্প সময়ে সঠিক ইসলাম চর্চার পাশাপাশি ধর্মীয় ব্যাপারে সচেতন হতে পারেন তারা। আলহামদুলিল্লাহ! সেমিনার ভালোভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিত শ্রোতারা আবারও এ ধরণের সেমিনার করার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।

সেমিনারে উপস্থিত ছিলেন, জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস ঐতিহাসিক পাগলা মসজিদের খতীব মাওলানা আশরাফ আলী, জামিয়া ইমদাদিয়ার সিনিয়র মুফতি ওমর আহমাদ, গুরুদয়াল কলেজের দর্শন বিভাগের প্রধান মাজহারুল হক আকন্দ, সিনিয়র আইনজীবী এড. নুরুল ইসলাম, ব্যবসায়ী কমিটির সভাপতি কামরুজ্জামান মনির, এম এম কে গ্রুপের স্বত্বাধিকারী আজমল খানসহ জেলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শতাধিক অতিথিবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ