সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সাহারানপুরের মাওলানা আকিল মাজাহিরির ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান

চান্দিনায় কেরাত ও ইসলামি সম্মেলন ৭-৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চান্দিনা উপজেলার সর্ব-দক্ষিণে জোয়াগ ইউনিয়নে জোয়াগ কারি ইসমাঈল রহ. ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী কেরাত ও ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর (শনিবার ও রোববার) প্রতিদিন সকাল ১০টা থেকে এ সম্মেলন শুরু হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মুহতামিম, হেফজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক আলী আশরাফ এম.পি ও আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।

সম্মেলনে সভাপতিত্ব করবেন- মাওলানা আব্দুর রহমান ও পীরে কামেল আল্লামা ফজলে এলাহী, পীরে কামেল আল্লামা আশেকে এলাহী ও মাওলানা রুহুল আমিন খান উজানবী। সহ-সভাপতি মাওলানা নােমান আহমদ, মাওলানা মাহবুবে এলাহী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল কবির, মাওলানা মকবুল আহমদ, মাওলানা আবু হানিফা।

প্রথম দিন কেরাত পরিবেশন করবেন, শায়েখ কারি রেজা আইয়ূব-তানজিনিয়া। কারি সােলেমান শিহাব-মিশর।শায়েখ কারি ঈদী শা’বান-আফ্রিকা, শায়েখ কারি তৈয়ব জামাল-ভারত, শায়েখ মাহমুদ আস-সৈয়দ আব্দুল্লাহ-মিসর, শায়েখ মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ-মিসর।

দ্বিতীয় দিন ওয়াজ করবেন, শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আবদুল বাসেত খান, মাওলানা রাফি বিন মুনির, মাওলানা হাসান জামিল, মাওলানা আবদুল খালেক শরীয়তপুরী।

দেশের কারিদের মধ্যে উপস্থিত থাকবেন, কারি সাইদুল ইসলাম আসাদ।কারি নাজমুল হাসান, কারি তাওহিদ বিন লাহোরী, কারি সিফাতুল্লাহ আড়াইহাজারী, কারি আবদুল মালেক। কারি আবুু রায়হান।

প্রতিদিন বিকাল ৩টা থেকে হামদ নাত ও ইসলামি সংগীত পরিবেশন করবেন দেশের সাড়া জাগানো শিল্পিগোষ্ঠী কলরব।

এন্তেজামিয়া কমিটির পক্ষে মুফতি মাহমুদ হাসান শরীফ, হাফেজ মোশাররফ হোসাইন মাহমুদ, মুফতি সালমান মিয়াজী দেশবাসীকে সম্মেলনে শরিক হতে আমন্ত্রণ জানিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ