বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

পেঁয়াজ রপ্তানি আয়ে শীর্ষ ১০ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের খোঁজে নতুন নতুন দেশে ধরনা দিচ্ছেন ব্যবসায়ীরা। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের পর এবার ইউরোপের চার দেশ থেকে আনা হচ্ছে পেঁয়াজ। এসব দেশ হলো নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইউক্রেন ও স্লোভাকিয়া। এই চার দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন তাঁরা। এছাড়াও বিশ্বে এমন ১০টি দেশের তালিকা তির করা হয়েছে যারা পেঁয়াজ রপ্তানি আয়ে শীর্ষ তালিকায় রয়েছে।

নেদারল্যান্ডস

পেঁয়াজ রপ্তানি করে নেদারল্যান্ডস গত বছর ৬৭ কোটি ৬১ লাখ ইউএস ডলার আয় করেছে৷ বিশ্বের রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১৯ দশমিক এক শতাংশ রপ্তানি করে নেদারল্যান্ডস৷

চীন

পেঁয়াজ রপ্তানি করে ২০১৮ সালে ৫০ কোটি ৯৫ লাখ ইউএস ডলার আয় করেছে৷ বিশ্বের রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১৪ দশমিক চার শতাংশ রপ্তানি করে চীন৷

মেক্সিকো

বিশ্বে রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১১ দশমিক এক শতাংশ রপ্তানি করে মেক্সিকো৷ এই দেশটি গতবার পেঁয়াজ রপ্তানি করে ৪২ কোটি ৮৩ লাখ ইউএস ডলার আয় করেছে৷

ভারত

বাংলাদেশের অন্যতম পেঁয়াজের বাজার ভারত গতবার পেঁয়াজ রপ্তানি করে ৪২ কোটি ১২ লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১১ দশমিক নয় শতাংশ রপ্তানি করে দেশটি৷

যুক্তরাষ্ট্র

পেঁয়াজ রপ্তানি করে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ২৩ কোটি ১৭ লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার যত পেঁয়াজ রপ্তানি হয়েছে তারমধ্যে ৬ দশমিক ৫ শতাংশ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে৷

স্পেন

পেঁয়াজ রপ্তানি করে দেশটি গত বছর ১৭ কোটি ৪২ লাখ ইউএস ডলার আয় করেছে৷ পেঁয়াজ রপ্তানি করে আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান ষষ্ঠ স্থানে৷

ইরান

গত বছর পেঁয়াজ রপ্তানি করে ১২ কোটি ৪৮ লাখ ইউএস ডলার আয় করে সপ্তম অবস্থানে রয়েছে ইরান৷

মিশর

পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার ১১ কোটি আট লাখ ইউএস ডলার আয় করেছে৷ বাংলাদেশ প্রায় সময়ই এই দেশ থেকে পেঁয়াজ আমদানি করে৷

পোল্যান্ড

পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার আট কোটি ২৬ লাখ ইউএস ডলার আয় করেছে৷ ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকমের তালিকায় পেঁয়াজ রপ্তানি করে শীর্ষ আয়ের দিক থেকে দেশটির অবস্থান নবম৷

ফ্রান্স

ইউরোপের এই দেশটি পেঁয়াজ রপ্তানি করে গতবার আট কোটি ছয় লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ২ দশমিক ৩ শতাংশ রপ্তানি করে দেশটি৷

তথ‌্যসূত্র: ডয়চে ভেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ