রকিব মুহাম্মদ ।।
স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লেখা’ প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় নবীপ্রেমী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আওয়ার ইসলাম পরিবারকে রীতিমত অভিভূত করেছে।
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশুকিশোর ও তরুণদের মধ্যে মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনচর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে ২০১৭ সাল থেকে শুরু হয় অনন্য এ আয়োজন। ইতিপূর্বের দুইবারের আয়োজনে সহস্রাধিক নবীপ্রেমী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
তারা তাদের বুকের ভেতর জমে থাকা হাজারো ভালোবাসামাখা শব্দ দিয়ে সাজিয়েছেন প্রতিটি চিঠি। বিচারকরা সেসব চিঠির প্রতিটি শব্দ যত্ম নিয়ে পড়েছেন। অনেকে চিঠি পড়ে কেঁদেছেন অঝোরে। এমনকি তৃতীয় শ্রেণী পড়ুয়া অমুসলিম মিথুন কুমার সাহাও আমাদের প্রিয় নবীজির উদ্দেশে চিঠি লিখেছেন, জিতেছেন পুরষ্কার।
‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ শিরোনামে চলছে এই সেগমেন্টের তৃতীয় পর্ব। এবারে প্রথম পুরষ্কার হিসেবে রয়েছে, প্রিয় নবীর রওজা মোবারক জিয়ারত ও পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে একটি করে ‘বাই সাইকেল’। এছাড়া অন্য সাতজন প্রতিযোগিকে দেওয়া হবে আকর্ষণীয় মূল্যেই বই।
[caption id="" align="aligncenter" width="453"]
পুরস্কার নিচ্ছেন ২০১৭ সালে ১ম স্থান অধিকারী ইমদাদুল্লাহ সাজ্জাদ হুসাইন[/caption]
প্রতিবারের মতো এবারও এ আয়োজনে অংশগ্রহণ করেছেন শতাধিক নবীপ্রেমী ছাত্র-ছাত্রী। প্রতিদিনই মেইলবক্সে কিংবা ডাকযোগে চিঠি আসছে আওয়ার ইসলাম অফিসে। ফোন কলে অনেকে জানতে চাচ্ছেন চিঠি জমাদানের শেষ তারিখ সম্পর্কে।
আওয়ার ইসলাম পরিবার আশা করছে, এবারের চিঠি লেখা প্রতিযোগিতায় দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নবীপ্রেমীদের অংশগ্রহণ বাড়বে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে রাসূলের অনুপম আদর্শের বার্তা।
[caption id="attachment_175657" align="aligncenter" width="500"]
পুরস্কার নিচ্ছেন ২০১৮ সালের ১ম স্থান অধিকারী ফাতিমা যাহরাহ[/caption]
আগামী ২৯ নভেম্বর পর্যন্ত পাঠানো যাবে এ প্রতিযোগিতার চিঠি। মেইল অথবা ডাকযোগে কিংবা হাতে হাতে চিঠি পৌঁছানো যাবে। শিশু শ্রেণী থেকে তাকমিল, কামিল, মাস্টার্স বা মাস্টার্স সমমান যে কোন ক্লাসে অধ্যায়নরত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চিঠি লিখতে হবে ১০০ থেকে ১০০০ শব্দের মধ্যে।
এবারের আয়োজনে টাইটেল স্পন্সরে রয়েছে তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস। পুরস্কার সহযোগিতায় আরও রয়েছে মাকতাবাতুল আখতার, রকমারি ডটকম, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানি বাংলদেশ লি.।
[caption id="" align="aligncenter" width="442"]
২০১৮ সালের দ্বিতীয় পুরস্কার বিজয়ী পুরস্কার নিচ্ছেন[/caption]
চিঠি পাঠাতে পারেন ইমেইলে: newsourislam24@gmail.com, অথবা পোস্ট অফিস বা সরাসরি হাতে পৌঁছাতে পারেন। চিঠির সাথে অবশ্যই পূর্ণ নাম ঠিকানা ও যোগাযোগের ফোন নাম্বার লিখে পাঠাতে হবে। ঠিকানা: ৫৮/৩৫-৫ এম এম খান টাওয়ার, মদিনাবাগ, উত্তর মুগদা। ঢাকা ১২১৩ ফোন: ০১৭১৯ ০২৬৯৮০।
লেখক : যুগ্ম বার্তা সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।
আরএম/