সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


বাবরি মসজিদ রায়: দারুল উলুম দেওবন্দকে ধন্যবাদ জানালো মোদী সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদ মামলায় মুসলিম ও উলামাদের সরকারের রায় মেনে নিতে আহ্বান করায় ভারতের দারুল উলুম দেওবন্দকে স্বাগত জানিয়েছে মোদী সরকার।

সাহারানপুর নিউজ জানায়, ভারতের সুপ্রিম কোর্ট অযােধ্যার বাবরি মসজিদে মামলার রায় দেয়ার পর শান্তি বজায় রাখতে ও সহযােগিতা করায় ভারত প্রশাসন বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে ধন্যবাদ জানায়।

এসপি দেহাত মিশ্রও দারুল উলুম দেওবন্দে গিয়ে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান। মুহতামিসহ সকল উলামায়ে কেরামকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এসময় এসপি দেহাত মিশ্র দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নােমানী ও নায়েব মুহতামিম মওলানা আবদুল খালিক সঙ্গে দেখা করেন।

এসপি দেহাত প্রশাসনকে সহায়তা করার জন্য সকল ধর্মীয় নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দারুল উলুম দেওবন্দ বিশ্বখ্যাত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে একটি শব্দ উচ্চারিত হলে সারা বিশ্বে শােনা যায়। সুতরাং, অযােধ্যা মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আগে, এ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শান্তি বজায় রাখতে তাদের সহায়তার কামনা করেছে।

এসময় এসডিএম রকেশ কুমার, সিও চৌব সিং এবং পরিদর্শক ইযাগ্য দেব শর্মা উপস্থিত ছিলেন।

ডেইলি সাহারানপুর নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ