আওয়ার ইসলাম: ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ এর উলামাদের এক বৈঠকে বাবরি মসজিদ-রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আর্জি জানাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মিল্লাত টাইমস জানায়, জমিয়তে উলামায়ে হিন্দ খুব শিগগিরই বাবরি মসজিদ মামলার রায়ে সুপ্রিম কোর্টে একটি রিভিশন পিটিশন দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।
জম্মু উলামায়ে হিন্দের প্রধান কার্যালয়ে জম্মু আলেমদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এ আবেদন জমা দিবে উলামায়ে হিন্দ।
জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান মাওলানা মাওলানা সৈয়দ আরশাদ মাদানি, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আলিম ফারুকী, সদস্য জেনারেল মাওলানা সৈয়দ আসজাদ মাদানি, মাওলানা হাবিবুর রহমান আজমী, মাওলানা আবদুল হাদি প্রতাপ গড়ী, মাওলানা গুলজার আজমি এবং অ্যাডভোকেট মোজাল ই আজমসহ জমিয়তের নেতাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, রিভিশন পিটিশন দায়ের করার বিষয়ে ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।
-এটি