সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


বাবরি মসজিদ মামলা নিয়ে যা বললেন মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশের) সভাপতি সাইয়েদ আরশাদ মাদানী বলেছেন, বিশ্বাস নয়, তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করেই হওয়া উচিত আসন্ন বাবরি মসজিদ-রাম মন্দির মামলার রায়। মানুষের কাছে শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘বিপরীত হলেও রায়কে সম্মান জানাবে তার সংগঠন’।

গতকাল বুধবার কয়েক দশকের পুরানো রাজনৈতিক স্পর্শকাতর এ মামলার প্রশ্ন-উত্তর পর্ব শেষ হয়েছে, এবং ১৭ নভেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসরের আগেই রায়দানের সম্ভাবনা।

আরশাদ মাদানি জানিয়েছে, প্রত্যেক বিচার-প্রেমী মানুষই চান, কঠোর তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করেই মামলার রায়দান হোক, এবং তা বিশ্বাসের ওপর ভিত্তি করে নয়।

তিনি বলেন, আদালতের বিতর্ক শেষ হয়েছে, এখন আমরা রায়দানের অপেক্ষা করছি। আমাদের আইনজীবী রাজীব ধাওয়ান তথ্যের ওপর ভিত্তি করে খুবই জোরদার প্রশ্ন করেছেন, এবং আমাদের বিশ্বাস, রায় আমাদের পক্ষেই যাবে।

আমরা আবারও বলছি, দেশ আমাদের, আইন আমাদের, এবং সুপ্রিম কোর্ট আমাদের। আমরা প্রমাণ দিয়েছি। রায় যাই হোক না কেন, আমরা তাকে সম্মান জানাব।

একদিন আগেই দিল্লিতে আলেমদের সঙ্গে বৈঠক করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, সেখানে যে কোনও পরিস্থিতি শান্তি বজায় রাখার ওপর জোর দেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।

বৃহস্পতিবার তিনি বলেন, আজ একটি ঐতিহাসিক আলোচনা হয়, যেখানে যোগদান করেছিলেন মুসলিম বুদ্ধিবীজী ও ধর্মগুরুরা। সেই বৈঠকে, যে কোনও পরিস্থিতিতে দেশে, একতা এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য সবরকম চেষ্টা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ