সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


সময়সীমা শেষ, যা বললেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান ইমরান খানকে দেওয়া পদত্যাগের আল্টিমেটাম শেষে সরকারের সমালোচনা করে বলেছেন, যা নির্ধারিত হওয়ার তা হয়ে গেছে। বর্তমান সরকার বাতিল বলে গণ্য হয়েছে। আমরা আমাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছি।

আজাদি মার্চে ইসলামাবাদে অবস্থানের পঞ্চম দিনে অংশগ্রহণকারীদের উদ্দেশে মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা যে লক্ষ্য অর্জনের চেষ্টা করেছি তা অর্জনের নিকটেই আছি।

“আমরা আন্দোলন চালিয়ে যাবো। আজাদি মার্চের সাথে রাজনৈতিক দলগুলির সম্পৃক্ততা নিয়ে যে সন্দেহের কথা ওঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। সব রাজনৈতিক দলের নেতারা আশ্বাস দিয়েছেন। আমরা তাদের শুকরিয়া আদায় করছি। আপনারা গুজবে কান দিবেন না।” বলেন তিনি।

জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান বলেন, আমারা পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছি। আজ সব বিরোধীদল আমাদের সঙ্গে আছেন। আমরা আরো শক্তি অর্জন করেছি ঐক্যের।

তিনি আরো বলেন, আজ পাকিস্তানের জনসাধারণ আমাদের পক্ষে এসেছেন। তারা অবৈধ সরকারের পতন চায়।

প্রসঙ্গত, নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণে কয়েক লাখ সমর্থককে নিয়ে রাজধানী ইসলামাবাদে বিস্তৃত পরিসরে ক্যাম্প করে অবস্থান করছেন এই আলেম রাজনীতিবিদ।

বৃহস্পতিবার রাত থেকে কয়েক লাখ কর্মী- সমর্থক নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন মাওলানা ফজলুর রহমান।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বানি গালা আবাসিক ভবনের বাইরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পদত্যাগে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে ক্ষমতা থেকে সরে না গেলে বিক্ষোভকারীরা তাকে গ্রেফতার করতে পারে বলে জমিয়ত নেতার হুমকির পর এই নিরাপত্তা পদক্ষেপ নেয়া হয়েছে।

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাজধানীর বাণিজ্যিক এলাকায় পাহারা দিতে অভিজাত বাহিনী ও আধাসামরিক বাহিনীকে ডাকা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পার্লামেন্টের সামনে সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যও আনা হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধানের হুমকির পর প্রধানমন্ত্রীর বানি গালা বাসভবনের দিকের সড়কগুলোতে নিরাপত্তা বেড়া বসানো হয়েছে।

সূত্র: জিও নিউজ, ডেইলি জং

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ