মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

মাওলানা ফজলুর রহমান সম্পর্কে পাঁচ তথ্য জেনে নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারের অপসারণের আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল। যার নেতৃত্ব দিয়ে এরই মধ্যে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে রয়েছেন দেশটির জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং দেশব্যাপী পুনরায় নির্বাচনের দাবিতে ইতোমধ্যে তার ডাকে রাজপথে নেমে এসেছেন প্রায় লক্ষাধিক জনগণ। এবার প্রশ্ন উঠেছে- কে এই মাওলানা ফজলুর রহমান, তার রাজনৈতিক পরিচয় কী? এখানে জেনে নিন, মাওলানা ফজলুর রহমান সম্পর্কে পাঁচ তথ্য।

১. ১৯৫৩ সালের ২১ জুন দেশটির ডেরা ইসমাইল খান জেলার আব্দুল খয়েল গ্রামের মুফতি মাহমুদের গৃহে জন্মগ্রহণ করেন মাওলানা ফজলুর রহমান। দিনটি ছিল শুক্রবার পবিত্র ঈদুল আজহার দিন।

২. প্রাতিষ্ঠানিক পড়াশোনার শুরুর দিকে স্কুলে পড়লেও মেট্রিকের পর মাদরাসায় এসেছেন এবং দারুল উলুম হক্কানিয়া আকুড়াখট মাদরাসা থেকে ১৯৭৯ খ্রিষ্টাব্দে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

. ১৯৮১ সালে তিনি যখন জেনারেল জিয়াউল হকের বিরুদ্ধে আন্দোলনের ফলে কারাবন্দি হন, মূলত তখনই তাকে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। ১৯৯৫ সালের ২৮ মার্চ দলের সভাপতি হাফিজুল হাদিস আল্লামা আব্দুলাহ দরখাস্তির ইন্তেকালের পর মাওলানা ফজলুর রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হন।

৪. ২০০২ সালে মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠে পাকিস্তানের সবকয়টি ইসলামি দলকে সঙ্গে নিয়ে মাওলানা ফজলুর রহমান ‘মুত্তাহিদা মজলিসে আমল’ বা এম এম এ নামে জোট গঠন করে নতুন এক শক্তি নিয়ে আবির্ভূত হন। কারচুপি সত্ত্বেও পরবর্তী নির্বাচনে ৭২টি আসন লাভ করেছিল এই জোট।

৫. তিনি তার রাজনৈতিক জীবনে এখন পর্যন্ত মোট ১০ বার কারাবরণ করেছিলেন। বর্তমানে তাকে সরকারের পক্ষ থেকে ফের কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়। যদিও তিনি এতে একটুও ভীত না হয়ে নিজের সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রেখেছেন। এমনকি শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ