সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ইমরানের পাশে থাকার ঘোষণা পাকিস্তান সেনাবাহিনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে হটাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান।  তুমুল আন্দোলনের মুখে ইমরান খান সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। আন্দোলনকে বিচ্ছিন্ন গুটি কয়েক দলের আস্ফালন বলেও মন্তব্য আইএসপিআর-এর।

দেশটির বিরোধী দলগুলো এরই মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। তবে ইমরান খান সে আল্টিমেটাম উড়িয়ে দিয়েছেন। কোন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক দাবি মানবেন না তিনি এবং পদত্যাগও করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এমন পরিস্থিতিতে পাক সেনাবাহিনী জানিয়েছে তারা কোনো দলের পক্ষ নেবে না। সংবিধান ও আইন রক্ষার স্বার্থে তাদের সমর্থন নির্বাচিত সরকারের প্রতিই থাকবে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিফ গফুর বলেছেন, আমরা আইন ও সংবিধানে বিশ্বাস করি। কোনো দলকে সমর্থন করা আমাদের কাজ নয়।

আজাদী মার্চ থেকে জানানো হয়, পদত্যাগ না করলে ইমরানের বাড়িতে হামলা চালাবে বিক্ষোভকারীরা। এরপরই সরকারি দফতর ও প্রধানমন্ত্রীর বাসভবন এলাকার সুরক্ষার জন্য বড় কন্টেইনার এনে রাখা হয়। এদিকে, পদত্যাগের প্রশ্নই আসে না বলে আবারও পরিস্কার জানিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ