মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


সাভারে ছাদের গাছ কাটা সেই নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে সিআরপি এলাকায় ছাদের গাছ কাটার অভিযোগে আটক করা হয়েছে খালেদা আক্তার লাকী (৩৯) নামের এক নারীকে।

আজ বুধবার সকালে সাভারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সাঈদ।

তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

সাভারের সিআরপি রোডের এক ভিডিও সোশ্যাল সাইটে এল, তা দেখে আঁৎকে উঠেছেন সবাই! যে কোনো কারণেই হোক, এক মহিলা দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন!

গাছের মালিকের আকুতি, কান্না তাকে স্পর্শ করছে না। সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল! এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই!

সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা ওই নারী।  এদিকে মঙ্গলবার রাতে ওই নারীর ছেলে তার মাকে নির্দোষ দাবি করে ফেসবুক লাইভে বক্তব্য দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ