শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭

শিরোনাম :

ভোলার ঘটনার প্রতিবাদে মোহাম্মদপুরে মুসল্লিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় আল্লাহ ও রাসূল সা.কে নিয়ে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষে নিহতের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুসল্লিরা।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মুসল্লিরা।

এ সময় ভোলার বোরহানউদ্দিনে নিহতের ঘটনায় বিচারের দাবি ও বাংলাদেশে ইসকন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। অবশ্য দুপুরে দেড়টার দিকে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান মুসল্লিরা।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোলার ঘটনায় নিহতের বিচারের দাবিতে আল্লাহ করিম মসজিদের সামনে জড়ো হয়ে বক্তব্য দিয়েছেন এবং টাউনহলের সড়কে মিছিল করেছেন। শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে চলে গেছেন মুসল্লিরা।

প্রসঙ্গত, ফেসবুকে আল্লাহ ও মহানবী স. কে ‘কটূক্তি’র জেরে রোববার তৌহিদি জনতার ব্যানারে ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দেয় পুলিশ। পরে পুলিশ ও বিক্ষোভে আগত তৌহিদি জনতার সংঘর্ষ হয়। এতে চার ব্যক্তি বুলেটবিদ্ধ হয়ে নিহত ও শতাধিক আহত হন।

নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর মাদরাসাছাত্র মাহবুব (১৪), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের কলেজপড়ুয়া ছেলে শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫) এবং মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ