আওয়ার ইসলাম: ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
আজ শনিবার রাতে বাড়িটি ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।
এ ছাড়া র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমানও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’
-এটি