আওয়ার ইসলাম: ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে ক্যাম্পাস গুলোতে স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে এমন ধারণা কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। ক্যাম্পাসে পড়ালেখার সুষ্ঠ পরিবেশ ফিড়িয়ে আনার জন্য সন্ত্রাসবাদী ছাত্র সংগঠন নিষিদ্ধ এবং ক্যাম্পাস প্রশাসনের নির্লপ্ত ভাবে সরকারের দালালী বন্ধ করতে হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানে যৌথ বিবৃতিতে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ নেসার উদ্দীন এসব কথা বলেন।
তারা আরও বলেন, দেশের প্রতিটা ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে সাধারণ শিক্ষার্থীরা জিম্মি হয়ে আছে, তাই এদের হাত থেকে সাধারণ শিক্ষার্থীদের রক্ষা করার জন্য এদেরকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করতে হবে।
নেতৃদ্বয় বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে ছাত্র ও যুবসমাজের ভূমিকা ছিলো সবচেয়ে বেশি আর বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে স্থায়ী করার লক্ষে ছাত্র রাজনীতি বন্ধের কোন ষড়যন্ত করছে কিনা তা দেশের সচেতন মহলকে লক্ষ রাখতে হবে।
-এএ