আওয়ার ইসলাম: গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় পা হাড়ানো রাসেল সরকারকে ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
গতকাল রোববার গ্রিন লাইন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে গ্রিন লাইনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। তিনি জানান, গ্রিন লাইন কর্তৃপক্ষ ইতোমধ্যে দুই কিস্তিতে ১০ লাখ টাকা এবং চিকিৎসা খরচ বাবদ সাড়ে তিন লাখ টাকা রাসেল সরকারকে দিয়েছে। টাকা পরিশোধের আদেশ স্থগিত করে আপিল বিভাগ হাইকোর্টের রুল নিষ্পত্তির আদেশ দিয়েছেন। ফলে প্রতি মাসে পাঁচ লাখ টাকার কিস্তিতে বাকি ৪০ লাখ টাকা এখন আর পরিশোধ করতে হবে না।
উল্লেখ্য, গত বছর ২৮ এপ্রিল যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফাইওভারে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রিনলাইন পরিবহনের ড্রাইভার রাসেলকে চাপা দেয়। পরে রাসেল সরকারের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি।
পরে গত বছর ১৪ মে এই রিটের প্রাথমিক শুনানি করে রাসেলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে রুল জারি করা হয়। গত ১২ মার্চ হাইকোর্ট রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার অন্তবর্তীকালীন নির্দেশ দেন।
গত ১০ এপ্রিল বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লাখ টাকার চেক দেয় গ্রিন লাইন পরিবহন কোম্পানি। গত ২৯ জুলাই দ্বিতীয় কিস্তিতে রাসেল সরকারকে আরও পাঁচ লাখ টাকা দেয় গ্রিন লােইন কর্তৃপক্ষ। বাকি ৪০ লাখ টাকা প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ৫ লাখ টাকা করে কিস্তিতে রাসেলকে দিয়ে ১৫ তারিখের মধ্যে আদালতে অর্থ পরিশোধ বিষয়ক প্রতিবেদন জমা দিতে বলা হয়।
-এএ