শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে ধর্ষণের দায়ে আসামির আমৃত্যু কারাদণ্ড টঙ্গী থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর প্রশাসন থেকে ধর্ষণের ঘটনাকে ‘প্রেমের সম্পর্ক’ হিসেবে চিত্রিত করা দুর্ভাগ্যজনক: শায়ক আহমাদুল্লাহ ধর্মীয় শিক্ষক নিয়োগ ও মূল্যবোধ রক্ষায় এক মঞ্চে মিলিত হচ্ছেন সব দলের নেতারা ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহে আজ ইত্তেফাকের বিক্ষোভ ১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈমান জাগানিয়া গল্প সিরিজ 'হিরে মোতি পান্না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক মজুমদার ।।

কুরআনের একটি বড় অংশজুড়ে রয়েছে কিচ্ছা-কাহিনি। এর উদ্দেশ্য হচ্ছে বড় কোনো সত্যকে ঘটনা ও দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো। ঘুমন্ত অন্তরগুলোকে জাগানো। আল্লাহর প্রিয়জনদের পদাঙ্ক অনুসরণ করে চলার প্রতি উদ্বুদ্ধ করা। বিভিন্ন জাতির উত্থান-পতনের কাহিনি শুনিয়ে উন্নত চরিত্র ও আচরণের আলোকবর্তিকা দেখানো।

এ কারইে প্রত্যেক যুগে ইলম ও নবুওয়তের ধারকেরা ইবাদত ও একাগ্রতা, প্রেম ও ভালোবাসা, জ্ঞান ও দৃঢ়তা এবং উন্নত চরিত্রমাধুরী দিয়ে সাজাতে হৃদয়কে নাড়া দেয়ার মতো ঘটনা তাদের বক্তৃতা ও লিখনিতে যুক্ত করেছেন। সেই ধরনের ঘটনা ও কাহিনির একটি সংকলন ঈমান জাগানিয়া গল্পসিরিজ ‘হিরে মোতি পান্না’।

আট খণ্ডের এই সিরিজটি মূলত পীর জুলফিকার আহমদ নকশাবন্দির বিভিন্ন বয়ান ও কিতাবে উল্লেখ করা ঘটনার সংকলন। পাকিস্তানে জন্ম নেয়া এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও লেখক ইতোমধ্যে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন। আধ্যাত্মিকতা ও সময়ের ভাষায় তিনি বলেন ও লেখেন। তার বলা ও লেখার মধ্যে এমন সম্মোহনী শক্তি আছে যা যেকোনো পাঠককে মুগ্ধ করে।

‘হিরে মোতি পান্না’ সিরিজে বিষয়ভিত্তিক সাজানো গল্পগুলো পাঠককে ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি গল্পে আছে শিক্ষণীয় নানা উপকরণ। তার বলার ভঙ্গির কারণেও গল্পগুলো হয়ে উঠেছে আকর্ষণীয়। নানা আঙ্গিকের গল্পগুলো পাঠকের হৃদয়কে নাড়া দেবে, ঈমানি চেতনায় উদ্বুদ্ধ করবে এবং ঘুমন্ত অন্তরকে জাগাবে। মুসলিম ইতিহাসের নানা বাঁকের বৈচিত্র্যময় উপাদান মিলবে প্রতিটি ঘটনায়।

আট খণ্ডের প্রায় ১১০০ পৃষ্ঠার সিরিজটি প্রকাশ করেছে বাংলাবাজারের মাহফিল প্রকাশনী। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলোচিত সাংবাদিক ও লেখক শাকের হোসাইন শিবলী। সিরিজটির সাতটি খ- অনুবাদ করেছেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর। অষ্টম খণ্ডের অনুবাদ করেছেন তরুণ লেখক মাহমুদ হাসান তাসফীন। আর পুরো সিরিজটির কাব্যানুবাদ করেছেন ইলিয়াছ জাবের।

বোর্ড বাঁধাই, ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো প্রতিটি খণ্ডের গায়ের মূল্য ২৪০ টাকা। একবক্সে পুরো সিরিজটির মূল্য ১৯২০ টাকা। গ্রাহকদের জন্য রয়েছে ৪০ ভাগ ছাড়। আর বিক্রেতাদের জন্য আছে বিশেষ কমিশন। সিরিজটি সংগ্রহ করা যাবে বাংলাবাজারের বিক্রয়কেন্দ্র (০১৮৬৯৫১৪২২৩) থেকে। এছাড়া পাওয়া যাবে দেশের বিভিন্ন লাইব্রেরিতে। আর ঘরে বসে সংগ্রহ করা যাবে রকমারি ডটকম থেকে।

আরএম/
-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ