আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহি ইসলামি বিদ্যাপীঠ জামেয়া ক্কাসিমুল উলুম দরগাহ মাদরাসার দেড় শতাধিক শিক্ষার্থী ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রোগে আক্রান্ত একজন শিক্ষকও হাসপাতালে রয়েছেন। উইমেন্স মেডিকেল কলেজ, উসমানি মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।
মাদরাসার শিক্ষক মাওলানা জুনাইদ কিয়ামপুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শুক্রবার (৪ অক্টোবর) রাত থেকে কিছু শিক্ষার্থীর ডায়রিয়া ভাব দেখা দেয়। পরদিন শনিবার শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে তাদের ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দু’জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর ছিলে, তবে এখন তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
তবে কি কারণে হঠাৎ একসাথে এতো শিক্ষার্থীর ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়ে শিক্ষকরা চিন্তিত। খাবার থেকে সংক্রামক ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন শিক্ষকরা।
এদিকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। তবে আগামি শনিবার মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার রুটিন এখনো পরিবর্তন করা হয়নি বলে জানা গেছে।
আরএম/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        