আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঠনটির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এ হামলায় দুই ছাত্রদল নেতা আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারাবন্দী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। স্লোগান দিতে দিতে শান্ত চত্বরের কাছে পৌঁছালে পেছন থেকে তাদের ধাওয়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মূল ফটকের কাছে পড়ে গেলে ছাত্রদলের কয়েকজনকে মারধর করেন ছাত্রলীগ কর্মীরা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আব্দুর রশিদসহ সংগঠনটির অন্তত দুইজন বেধড়ক মারধরের শিকার হন, আহত হয়েছেন বেশ কয়েকজন।
হামলার এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে কাপুরুষের মতো পেছন থেকে হঠাৎ আক্রমণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        