শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


সেলিম প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেলিম প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আগামী ৩০ দিন তার অ্যাকাউন্টগুলোতে কোনো লেনদেন করা যাবে না।

মঙ্গলবার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চিঠিতে বলা হয়েছে, সেলিম প্রধানের (বাবা হান্নান প্রধান, মা হাসিনা বেগম) নামে কোনো হিসাব অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সে হিসাবের যাবতীয় তথ্য (হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশন, প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ বিবরণী) জরুরি ভিত্তিতে জানাতে হবে। তার এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলো আগামী ৩০ দিনের জন্য ফ্রিজ (অবরুদ্ধ) থাকবে।

অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার অভিযোগে সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে গ্রেফতার করা হয় সেলিম প্রধানকে। পরে সেলিম প্রধানকে সঙ্গে নিয়ে রাজধানীর গুলশানের বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মূদ্রা, মদ নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ