শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে মাওলানা আবদুর রব ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। বর্তমানে তিনি রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মাওলানা ইমরানুল বারি সিরাজী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রতিদিন সকালের মতো আজও তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বাড়িতেই ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারদের পরামর্শে নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি খানিকটা সুস্থ বলে জানা যায়।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি দলটির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকার জামিয়া শায়খ যাকারিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ