রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত জাতীয় প্রেসক্লাবে মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন বিষয়ে গোলটেবিল আলোচনা পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১২ কোটি টাকা ইসলামিক ল' রিসার্চ সেন্টারের ২৭তম এজিএম অনুষ্ঠিত শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব

টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

আজ সোমবার ভোরে উপজেলার দক্ষিণ দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিজিবির তিন সদস্য আহত হয়।

ঘটনাস্থল হতে দুটি দেশীয় তৈরী বন্দুক (এলজি), তিন রাউন্ড তাজা কার্তুজ , তিনটি লম্বা কিরিচ ও ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হচ্ছে- মিয়ানমারের মংডু বুড়া সিকদার পাড়ার মৃত হারুন অর রশিদের ছেলে মো: জামাল (২৭) ও মো: জাফর আলমের ছেলে মো: ইউনুচ (২১)।

টেকনাফের বিজিবি ২ ব্যাটলিয়ন কমান্ডার লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান ঘটনার বর্ণনা করে বলেন, দমদমিয়া বিজিবি বিওপি’র টহল দল গোপন জানকতে পারে দক্ষিণ দমদমিয়া এলাকায় ইয়াবার একটি চালান মজুদ রয়েছে।

সোমবার ভোররাতে ঘটনাস্থলে গিয়ে বিজিবি টহল দল চারদিকে ঘিরে ফেলে এবং তাদের আত্মসর্মপনের জন্য আহবান করে। কিন্তু পাচারকারী চক্রটি তা না করে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।

এক পর্যায়ে বিজিবি সদস্যরার তাদের লক্ষ্য করে পাল্টা গুলি বর্ষণ করে। প্রায় ১০ মিনিট এভাবে গুলি বিনিময়ের পর পাচারকারীরা পালিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদেরকে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বিজিবি’র তিন সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ