আওয়ার ইসলাম: হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে দেখতে যান আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে নূরুল ইসলাম ওলীপুরী তাফাজ্জুল হক হবিগঞ্জীকে দেখতে যান। এ সময় তিনি তাফাজ্জুল হক হবিগঞ্জীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
এর আগে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিগন ধরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন বর্তমানে উপমহাদেশের শীর্ষ হাদীস বিশারদ ও প্রবীণ এ আলেম।
বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের করোনারী কেয়ার ইউনিটে সিসিওতে ভর্তি রয়েছেন। তার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ রাতে ডাক্তারদের বোর্ড একটি বৈঠক করার কথা রয়েছে।
আরএম/