শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


অনিয়মের খবর পেলেই ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর- ৩ আসনের উপনির্বাচনে ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসবেন এবং ভোটগ্রহণ শেষে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন সেই জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনে কারচুপি কিংবা ভোট কেন্দ্র দখলসহ যে কোনো অনিয়মের খবর পেলে সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। এ ব্যাপারে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। আমরা এ সবের সঙ্গে কোনো কমপ্রোমাইজ করব না।

সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, নির্বাচন উপলক্ষে কমিশনসহ সব বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ইভিএমের প্রশিক্ষণও শেষ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষভাবে রংপুর ৩ আসন উপনির্বাচনে একজন প্রার্থী নির্বাচিত হবেন বলেও জানান তিনি।

রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয়টি নির্বাচনের ব্যর্থতা নয় দাবি করে সিইসি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশনের সার্ভারে ১০ কোটি ৪০ লাখ ভোটারের সব ডাটা আছে। সেখানে কোনো রোহিঙ্গাদের নাম ওঠেনি। ১১ লাখ রোহিঙ্গা আছে এদের মধ্যে দুষ্টু প্রকৃতির যারা আছে তাদের আমরা প্রতিহত করেছি।

নির্বাচন কমিশনের সার্ভার থেকে নয়, ওরা ভোটার আইডি কার্ড জালিয়াতি করে এসব করার চেষ্টা করেছে বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা জানান, বিগত সময়ে নির্বাচনের মতোই রংপুর ৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ