শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


বিএনপির সমাবেশ কেন্দ্র করে আড়াই হাজার নেতাকর্মীকে আটকের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে যানবাহন বন্ধ করে দেওয়াসহ দলটির প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে আটক করার অভিযোগ উঠেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজশাহীর নগর মাদ্রাসা মাঠের পূর্ব পাশে সড়কে সমাবেশ করার জন্য অনুমতি পায় বিএনপি। আগেরদিন রাতেই সেখানে মঞ্চ তৈরি করা হয়।

রাজশাহী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন অভিযোগ করেছেন, সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীতে নসিমন, করিমন ও ভটভটিসহ সকল ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। সমাবেশ স্থলে আসার সময় আড়াই হাজার নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

এছাড়া শুধু যানবাহন নয়, সেখানকার খাবার হোটেলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শফিকুল হক মিলন বলেন, গত ১২ সেপ্টেম্বর আমরা সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। আমাদের সঙ্গে নানা টালবাহানা করতে করতে শনিবার রাত ১০টার পরে আমাদেরকে ২২ শর্তে সমাবেশের লিখিত অনুমতি দিয়েছে। বৃষ্টির মধ্যে ভিজে আমাদের নেতাকর্মীরা মঞ্চ তৈরি করার কাজ করেছে।

অঅরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ