আওয়ার ইসলাম: প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবায় দূতাবাসগুলোতে মেডিক্যাল সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের সুবিধা বিবেচনা করে দূতাবাসে মেডিক্যাল সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হবে। সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের ফলে স্বাস্থসেবা আজ জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে।
এ সময় রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান ইমরান আহমদ।
বিশ্ব হার্ট দিবস আয়োজিত সেমিনারে সভাপাতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সভাপতি ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক।
সেমিনারে অন্যান্যদের বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্দন জুং রানা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহ-সভাপতি ডা. সিরাজুল ইসলাম, মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী প্রমুখ বক্তব্য রাখেন।
-এটি