শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


জামিন নামঞ্জুর, কারাগারে জি কে শামীমের ৭ দেহরক্ষী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ত্রসহ র‍্যাবের হাতে আটক হওয়া যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের সাত দেহরক্ষীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান এ আদেশ দেন।

আটক জি কে শামীমের সাত দেহরক্ষীরা হলেন- জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, সহিদুল ইসলাম, মুরাদ হোসেন, আমিনুল ইসলাম, কামাল হোসেন এবং সামাদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রকিবুল হাসান জানান, জি কে শামীমের সাত দেহরক্ষীকে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়ায় তাদেরকে ফের কারাগারে প্রেরণের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক।

অন্যদিকে ওই সাত দেহরক্ষীর আইনজীবীরা তাদের জামিন চেয়ে আদালতে আবেদন করেন। কিন্তু শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরী। পাশাপাশি তাদের তাদের জামিন শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর (রোববার) দিন ধার্য করেন।

তারই প্রেক্ষিতে আজ (রোববার) জি কে শামীমের সাত দেহরক্ষীকে আদালতে হাজির করা হলে, ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে ফের কারাগারে প্রেরণের আদেশ দেন।

জামিন নামঞ্জুরের আবেদনপত্রে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক উল্লেখ করেন, জি কে শামীমের সাত দেহরক্ষীকে চার দিনের রিমান্ডে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা তদন্ত কাজে ব্যাপক সহায়তা করবে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জনের নাম, ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আসামিরা যদি জামিনে মুক্তি পান তাহলে তাদের পালিয়ে যাবার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর নিকেতন থেকে সাত দেহরক্ষীসহ যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। এ সময় সেখান থেকে নগদ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআর, মাদক ও অস্ত্র উদ্ধার করে র‍্যাব সদস্যরা। চাঁদাবাজি ও টেন্ডারবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জি কে শামীমকে আটক করা হয় বলে জানায় র‍্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ