শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


লাল-সবুজের পতাকা দেশের অসাম্প্রদায়িকতার প্রতীক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সব ধর্মের মানুষের রক্তে গড়া লাল-সবুজের পতাকা এ দেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। মহালয়ার দিনে এ সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক।

তথ্যমন্ত্রী আজ শনিবার ভোর পাঁচটায় রাজধানীর বনানী খেলার মাঠে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন এবং পরে সকাল আটটায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সনাতন সমাজ সংঘ আয়োজিত ‘শুভ মহালয়া’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের ৩০ লাখ মানুষের রক্তস্রোতের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।’ তিনি বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যে আন্তসম্প্রদায় সম্প্রীতির নজির স্থাপন করেছি, তা বিশ্বের দেশগুলোর কাছে এক অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম পরিচয়, আমরা বাঙালি, তারপর আমরা কেউ হিন্দু বা মুসলিম, বৌদ্ধ বা খ্রিষ্টান।’

মহালয়া উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, হিন্দু ধর্মের মতে মর্ত্যে দুর্গাদেবীর আগমনের ক্ষণে সব অসুর, অশুভ অপশক্তি পরাজিত হোক, আমাদের সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। সবাই মিলে আমরা এগিয়ে যাই ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়ার পথে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ