আওয়ার ইসলাম: আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমরের পরিচালনায় কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা যাইনুল আবেদীন, ঢাকা মহানগর জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে মাওঃ আফেন্দি বলেন, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রের সমাধান ইসলামে নিহিত। রাষ্ট্র ও রাজনৈতিক সমস্যার সমাধানও ইসলামে রয়েছে। তাই রজনীতিকে ইসলাম থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। তাই সাম্প্রদায়িকতার নামে ইসলামি রাজনীতি বন্ধের পায়তারা সহ্য করা হবে না।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুব জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের সহ-সভাপতি চৌধুরী নাসির আহমাদ, ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মইনুদ্দিন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল,কলেজ ও ভার্সিটি সম্পাদক সালমান খান, প্রচার সম্পাদক, মাহফুজ রহমান ইয়ামিন, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি সেহাইল মাহবুব,সদস্য জামিল কাঞ্চনপুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে পূর্নাঙ্গ কমিটি গঠনে তিন মাসের সময় বেঁধে দিয়ে এ. ইসলাম খান ও আল. রাশেদের নেতৃত্বে দশ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র জমিয়তের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আরএম/