সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশ কক্সবাজার জেলা কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর খলিফা মাওলানা মোস্তফা নূরী সভাপতি ও মাওলানা মুফতী রিদওয়ানুল কাদিরকে সেক্রেটারী নির্বাচিত করে জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশ কক্সবাজার জেলা কাউন্সিল সম্পন্ন হয়েছে।

গতকাল (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার কক্সবাজার মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদরাসা মিলনায়তনে কক্সবাজার জেলা শাখার মতবিনিময় সভা ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়।

রামু জোয়ালিয়া নালা কক্সবাজারের সহকারী পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হকের সভাপতিত্ব ও নব-নির্বাচিত সভাপতি মাওলানা মোস্তফা নুরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি মুজিবুর রহমান চাটগামী, বিশেষ অতিথি হিসেবে মাওলানা মুহসিন শরীফ, মাওলানা ইমাম জাফর সাহেব, মাওলানা হাফেজ সালামতুল্লাহ সাহেব, মাওলানা আব্দুল খালেক নিজামী, মাওলানা মুফতী ইউনুছ সহ স্থানীয় আলিম ওলামা উপস্থিত ছিলেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আজমী, মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী, সাংগঠনিক সম্পাদক মুফতি মুয়াবিয়া আল হাবিবী, কোষাধ্যক্ষ মুফতি সালমান সাকী, সাংগঠনিক সম্পাদক মুফতি আলাউদ্দিন যশোরী, কেন্দ্রীয় সদস্য, মুফতী শরিফুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

নব-নির্বাচিত জেলা কমিটিতে মাওলানা মোস্তফা নূরীকে সভাপতি, মাওলানা আব্দুর রহীম রাহীকে সহ সভাপতি, মাওলানা ফরিদুল আলমকে সহ সভাপতি, মাওলানা মুফতী রিদওয়ানুল কাদিরকে সেক্রেটারী, মাওলানা হারুন জদীদকে জয়েন্ট সেক্রেটারী, মাওলানা এজাজুল করিম শফিকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ আবুল মঞ্জুরকে সহ-সাংগঠনিক সম্পাদক, হাফেজ এডভোকেট রিদওয়ানুল কাবীরকে দফতর সম্পাদক, হাফেজ ইমাম হোসাইনকে সহ-দফতর সম্পাদক, মাওলানা ইউনুছ সাইফীকে অর্থ সম্পাদক, মাওলানা জয়নুল আবেদীনকে সহ-অর্থ সম্পাদক, মাওলানা আব্দুল হান্নানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাফেজ রায়হান শফিক হাবীবীকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, কারী মাওলানা আবু নাসেরকে মিডিয়া ও অনলাইন সম্পাদক, মাওলানা আলমগীর হোসাইন আজিজিকে সমাজ কল্যাণ সম্পাদক, জয়নুল আবেদীনকে তালীমুল কুরআন সম্পাদক, মাওলানা ইলিয়াছ ফারুক্বীকে স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মাওলানা দিদারুল ইসলামকে দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনা সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা রমজান আলী, মাওলানা আহমদ কবির, মুফতী আব্দুল কাইয়ুম, মাওলানা নজমুদ্দীন ফয়েজ, মাওলানা তাহের সাহেব, মাওলানা ছালেম আজিজ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা জমির উদ্দীন, মাওলানা হাসান নূরী, মাওলানা আসআদ আলমগীর প্রমুখ।

অনুষ্ঠান শেষে সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হক সাহেবের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা ও জেলা কাউন্সিল সমাপ্তি ঘোষণা করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ