রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ঢাকাস্থ পিরোজপুর উলামা পরিষদের আহ্ববায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাস্থ পিরোজপুরের আলেমদের নিয়ে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও মানবসেবাকে মূল প্রতিপাদ্য বানিয়ে ইসলাম, দেশ ও জাতির খেদমাতে ব্যাপক আত্মনিয়োগের লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন পিরোজপুর উলামা পরিষদ গঠিত হয়।

উত্তরার জামিয়া ইমাম বুখারীতেঢাকাস্থ পিরোজপুরের আলেমদের এক জরুরি বৈঠকে এ কমিটি গঠন করা হয়।

জামিয়া ইমাম বুখারীর প্রিন্সিপাল মুফতী ওয়াহীদুল আলমের সভাপতিত্বে বৈঠকে ঢাকায় কর্মরত পিরোজপুরের বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

বৈঠকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের ভয়াবহতা, যৌতুকের কুফল, কুসংস্কারসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে আদর্শ সমাজ ও জাতি গঠনে কার্যকরী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এতিম অসহায় ও বিধবাদের সার্বিক সহযোগিতার জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নেয়া হয়। জনগণের দোরগোড়ায় কুরআনের শিক্ষার আলো পৌঁছে দিয়ে দেশের জেলাগুলোর মধ্যে পিরোজপুরকে একটি রোল মডেল বানাতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে মুফতী ওয়াহীদুল আলমকে আহবায়ক ও আমীনবাজার মাদরাসার নাজেমে তা'লীমাত ও মুহাদ্দিস মুফতী আব্দুর রহীম কাসেমীকে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাওলানা ফেরদাউস আহমাদ, মাওলানা রিয়াজুল ইসলাম মুনীর, মুফতী কামরুল ইসলাম আরেফী, মাওলানা আতীকুর রহমান (নাজিরপুর), মুফতী মিরাজুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ (পিরোজপুর সদর), মাওলানা ইমদাদুল্লাহ, হাফেজ মাওলানা যাকারিয়া, মুফতী ইলিয়াস (ইন্দুরকানী), মুফতী মোস্তাফিজুর রহমান (ভান্ডারিয়া), মাওলানা হেদায়াতুল্লাহ (মঠবাড়িয়া), মুফতী ইমরান হোসাইন (নেছারাবাদ), মাওলানা আতীকুর রহমান (কাউখালী) প্রমুখ।

এছাড়াও অনলাইন এক্টিভিস্ট মুফতী আবদুল্লাহ ফিরোজীকে মিডিয়া সমন্বয়কের বিশেষ দায়িত্ব দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ