রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের ২৭ আসনে শাপলা কলি নিয়ে লড়বেন যারা আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন: আমির হামজা সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

যেকোনো মুহূর্তে গাজায় হামলা হবে: নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু দেশটিতে আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগেই ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। রাশিয়া সফর শেষে দেশে ফেরার পর এ হুমকি দেন তিনি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।

রাশিয়া সফরে যাওয়ার আগেই গাজায় হামলার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন ‘যুদ্ধবাজ’ এ প্রধানমন্ত্রী। ফেরার পর তিনি বলেন, ‘যে কোনো সময় এ হামলা হতে পারে’।

তবে যুদ্ধে যাওয়ার জন্য নির্বাচনের তারিখ কোনো বিষয় নয় বলে তিনি মন্তব্য করেন। এর একদিন আগে নেতানিয়াহু বলেন, গাজায় ব্যাপক অভিযানের কোনো বিকল্প নেই।

পর্যবেক্ষকরা নেতানিয়াহুর এ ঘোষণাকে নির্বাচনকে সামনে রেখে ইহুদিদের ভোট বাগিয়ে নেয়ার ‘অপকৌশল’ হিসেবে দেখছেন।

কয়েকদিন আগে নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে জানান, তিনি পুনরায় নির্বাচিত হলে ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীরের জর্দান উপত্যকা নিজেদের দখলে নেবেন।

তার এ ঘোষণায় আরব বিশ্বে নিন্দার ঝড় ওঠে। নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশ এবং রাশিয়াও। এ পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে আরও সংঘাতের দিকে ঠেলে দেবে বলে শঙ্কা করেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে। গাজা থেকে রকেট ছোড়ার অজুহাত তুলে তারা নানা সময় বিমান হামলা চালিয়ে থাকে সেখানে। এরপরও সীমান্তে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা দখলদার দেশটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। সেখানেও নিয়মিতভাবে হামলা চালানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ