আওয়ার ইসলাম: বিশ্বের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আবারো শীর্ষে ব্রিটেনের অক্সফোর্ড।
এ নিয়ে টানা চতুর্থবার তালিকায় প্রথম স্থান দখলে রাখলো বিশ্ববিদ্যালয়টি। র্যাংকিংয়ে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি দ্বিতীয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে রয়েছে।
পৃথিবীর মোট ৯২ দেশের ১,৩৯৬টি বিশ্ববিদ্যালয়ের ওপর গবেষণা করে তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা- টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)।
শীর্ষ দশের মধ্যে সাতটি এবং শীর্ষ ২০০ এর মধ্যে ৬০টি অবস্থান নিয়ে র্যাংকিংয়ে আধিপত্য বজায় রেখেছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো।
টাইমস হায়ার এডুকেশনের ২০২০ সালের তালিকায় এশিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যায় এগিয়ে চীন ও জাপান। আর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান রয়েছে '১০০১' নম্বরে।
র্যাংকিংয়ে চতুর্থ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, পঞ্চম মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজি এবং নবম অবস্থানে শিকাগো বিশ্ববিদ্যালয়।
চীনের সিংহুয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ২৩তম অবস্থানে রয়েছে। এই বছরের তালিকায় ইরানের অবস্থান উপরের দিকে উঠে এসেছে।
শ্রেণিকক্ষে শেখার পরিবেশ, গবেষণা, গবেষণার প্রভাব, আন্তর্জাতিক মান ও প্রকৃত জ্ঞান আহরণ- এই পাঁচটি বিষয়কে প্রাধান্য দিয়ে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) গত চার যুগ ধরে উচ্চশিক্ষার মান নিয়ে গবেষণা করে আসছে।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        