রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ

চীন শুধু সেনাই পাঠায়নি ভারতে, রাস্তাও বানিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু পাকিস্তানের সাথে অধিকৃত জম্মু-কাশ্মির নিয়ে নয়, অরুণাচল সীমান্তে চীনের সঙ্গেও ভারতের উত্তেজনা দেখা দিয়েছে।

সীমান্ত পেরিয়ে অরুণাচলে চীনা সেনারা ঢোকার চাঞ্চল্যকর খবর দিয়েছিল ভারতীয় গণমাধ্যম। এবার জানা গেলো ভারতীয় ভূখণ্ডে শুধু সেনা প্রবেশ নয়, এক কিলোমিটার দীর্ঘ রাস্তাও বানিয়েছে চীনা সেনারা।

দ্য ওয়াল-এর এক প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে এমনটাই দেখা গেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

তারা বলছেন, চীনা সেনারা বিশিং অঞ্চলের উত্তর সীমান্তের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং সেখানে এক কিলোমিটার রাস্তাও নির্মাণ করেছে।

সম্প্রতি অরুণাচলের বিজেপি সংসদ সদস্য তাপির গাও বলেছিলেন, চাগলাগাম ও বিশিং সীমান্ত দিয়ে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করেছে চীনা সেনারা। পরে গত বুধবার দেশটির সেনাবাহিনী তা অস্বীকার করে বিবৃতি দেয়।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ অভিজিৎ আয়ার মিত্র জানান, ২০১৫ সালে ভারত-চীন স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দুই দেশের সীমান্ত হচ্ছে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল। তার পরেও বেশ কয়েকবার দেশটির সেনারা ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছে এবং অবকাঠামোও নির্মাণ করেছে।

এর মধ্যে এক কিলোমিটার সড়ক ছাড়াও সীমান্তের ৩০০ মিটার ভেতরে পরিকাঠামো রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীন লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল আরো দক্ষিণে ভারতীয় ভূখণ্ডের ভেতরে সরিয়ে নিয়ে যেতে চাইছে।

এ জন্য তারা বুলডোজারের মতো ভারী যন্ত্র দিয়ে সেখানে রাস্তা তৈরি করছে। ভারতের কোনো ধরনের বাধা ছাড়াই চীন এ কাজ করছে। ২০১৭ সাল থেকেই চীন এমনটা করে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ