রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

টঙ্গী সরকারি হাসপাতালে বিয়ে, অসহায় রোগীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর মহানগরীর টঙ্গীতে হাসপাতালের ভেতরে চিকিৎসাসেবা বন্ধ করে বিয়ের অনুষ্ঠান করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২৫০ শয্যার হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১০০ জন। এছাড়া ভেঙ্গু সেলে আরও ১৭ জন রোগী ভর্তি রয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার হাসপাতালটির বাবুর্চি আজগর আলীর মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালটির এক তলা থেকে তিন তলা পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের জন্য তোরণ দিয়ে সাজানো হয়েছে। পাশেই ব্যবস্থা করা হয়েছে রান্নার ও দুপুরের খাবারের আয়োজন। এছাড়া বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে বাজানো হয় গান।

পরে স্থানীয়রা টঙ্গী পূর্ব থানাকে অবহিত করলে থানা পুলিশের একটি দল বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। পর দিন শুক্রবার সকাল থেকে ফের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে বলে জানা যায়।

চিকিৎসাসেবা নিতে আসা একাধিক রোগীর স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকাল থেকে উচ্চ শব্দে গান বাজাতে শুরু করে এবং রান্নার ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হাসপাতালটির বেশ কয়েকটি ওয়ার্ড (কক্ষ)।

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার মো. পারভেজ হোসেন বলেন, হাসপাতালে এমন কোনো অনুষ্ঠান পরিচালনার অনুমতি নেই।

হাসপাতালটির পরিচালক ডা. কমরউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। রাতেই বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেই। তবে এখন আবার শুরু করেছে কি না সেটা জানি না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ