উবায়দুল্লাহ সাআদ: ঢাকার দক্ষিণখানে অবস্থিত জামিয়া উসমানিয়া মুশতাকুল উলুমে তিন দিনব্যাপী লেখালেখি কর্মশালা আগামী ৬, ৭ ও ৮ আগষ্ট অনুষ্ঠিত হবে।
এতে প্রশিক্ষণ প্রদান করবেন, লেখক ও অনুবাদক আইয়ূব বিন মঈনসহ নবীন-প্রবীন লেখকবৃন্দ। কর্মশালাটির যৌথ আয়োজন করেছে জামিয়া উসমানিয়া মুশতাকুল উলুম এবং দক্ষিণখান কেন্দ্রীয় দারুল ইফতা।
কর্মশালার প্রস্তুতি বিষয়ে জামিয়া উসমানিয়া মুশতাকুল উলুম এর প্রিন্সিপাল এবং দক্ষিণখান কেন্দ্রীয় দারুল ইফতার প্রতিষ্ঠাতা মুফতি উসমান আশরাফী বলেন, আলহামদুলিল্লাহ! আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছি এবং সাড়া পাচ্ছি। এ প্রথমবারের মতো এ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
কর্মশালার সমন্বয়ক মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ জানান, ছাত্ররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা আশা করছি, বেশ সফল একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সেই সাথে কর্মশালাটি ছাত্রদের উপকারী হবে বলেও আমরা শতভাগ আশাবাদি।
আরএম/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        