শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৫২ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে হজে যাওয়া ৫২ জন ধর্মপ্রাণ বিদেশি বড় ধরনের সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

মঙ্গলবার সকালে তাদের বহনকারী একটি বাস হাইওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে কোনোমতে রাস্তায় থাকতে সক্ষম হয়।

আবুধাবি পুলিশ জানিয়েছে, ওমরাহ শেষে ওই বাসে করে যাত্রীরা পবিত্র মক্কা শহর থেকে ওমানের সুলতানেটে ফিরছিলেন।

ওমানের দিকে যেতে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। আশার কথা হল, এই ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ধাতব রেলিংয়ে ধাক্কা না লাগলে বহু প্রাণহানি হওয়ার শঙ্কা ছিল।

আবুধাবি ট্রাফিক পুলিশের পরিচালক জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। হজযাত্রীদের খাবার এবং পানি সরবরাহ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ