আবদুল্লাহ তামিম ♦
ন্যক্কারজনক ঘটনা সাক্ষী হলো এবার আসাম। কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী তিন মুসলিম যুবককে মারধরের করে, জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ফারুকউদ্দিন আলী আহমেদ মেডিক্যাল কলেজের নিকটবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে।
ঝড়খণ্ডে কয়েকজন মুসলিম যুবককে জোর করে জয় শ্রীরাম বলানোর কয়েকদিন পরই একজনকে গ্রেফতার করা হয়েছিল। তার পরেও দেশের বিভিন্ন প্রান্তে এর তাণ্ডব বেড়েই চলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চারজন দুর্বৃত্ত মোটরবাইকে করে এসে রাকিবুল হক নামে এক ঔষধের দোকানের কর্মচারীকে মারধর করে। এদিকে আসামের পশ্চিম বরপেটা ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, দুষ্কৃতীরা কুরবান খান ও বুরান আলিকেও মারধর করে।
কোনো কারণ ছাড়াই অকথ্য গালিগালাজ করে। কুরবান ও বুরান স্থানীয় চায়ের দোকানে কাজ করে। দেশের সংখ্যালঘু সম্প্রদায় যে বড় আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে সেটা বলার অপেক্ষা রাখে না।
-এটি